Sourav Ganguly

Firhad Hakim & Sourav Ganguly: সৌরভ-অমিত নিয়ে ব্যাপারী মন্তব্য, ববি বললেন, দিদিই তো মিষ্টি দিতে বলেছেন

শনিবার ফেসবুকে মনোরঞ্জন লিখেছিলেন, ‘সৌরভকে নিয়ে আমার কোনও দিন তেমন কোনও উন্মাদনা কোনও কালে ছিল না। আলালের ঘরের দুলাল। ব‍্যাট দিয়ে ভাল বল ঠুকতে পারে। সে নিয়ে আর যাই হোক দেশ, জাতি, মানুষের কোনও হিত-মঙ্গল হয় না। মাত্র সে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারে। তাই সৌরভকে নিয়ে আমার কোনও আবেগ ছিল না।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৫:৩৩
Share:

বলাগড়ের তৃণমূল বিধায়ক মনরঞ্জন ব্যাপারীর সৌরভকে আক্রমণে সায় নেই মেয়র ফিরহাদ হাকিমের। ফাইল চিত্র।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। নেপথ্যে ছিল অমিত শাহকে সৌরভের বাড়িতে আমন্ত্রণ জানানো। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব যে মনোরঞ্জনের মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছেন না তা স্পষ্ট হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘আরে দিদিই (মমতা বন্দ্যোপাধ্যায়) তো সৌরভকে পরামর্শ দিয়েছিলেন, ওঁকে দই-মিষ্টি খাওয়ানোর জন্য।’’

Advertisement

শনিবার ফেসবুকে মনোরঞ্জন লিখেছিলেন, ‘সৌরভকে নিয়ে আমার কোনও দিন তেমন কোনও উন্মাদনা কোনও কালে ছিল না। আলালের ঘরের দুলাল। ব‍্যাট দিয়ে ভাল বল ঠুকতে পারে। সে নিয়ে আর যাই হোক দেশ, জাতি, মানুষের কোনও হিত-মঙ্গল হয় না। মাত্র সে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারে। তাই সৌরভকে নিয়ে আমার কোনও আবেগ ছিল না।’

এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘কার কে সমালোচনা করেছে, তা-ও আবার ব্যক্তিগত স্তরে, তা আমি জানি না। তবে কেউ কাউকে বাড়িতে আপ্যায়ন করতেই পারে। এটা খুব একটা বড় ব্যাপার বলে আমি মনে করি না।’’ তিনি আরও বলেন, ‘‘সৌরভ বাংলার গর্ব। সৌরভ প্রায়ই দিদির কাছে গিয়ে কথা বলে আসেন। দিদিই তো সৌরভকে বলেছেন, অতিথিকে দই, রসগোল্লা খাওয়াতে। আমি জানি না ও খাইয়েছে কি না! আমার বাড়িতে যদি কেউ আসেন, আমার তো তাঁকে আপ্যায়ন করা উচিত। এটাই তো বাঙালিদের সৌজন্য।’’

Advertisement

প্রসঙ্গত, শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির চার নেতা সৌরভের বাড়িতে নৈশভোজ সারেন। তার পরেই ফেসবুক পোস্টে সৌরভকে আক্রমণ করেন মনোরঞ্জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement