ঝাড়গ্রামে ফের বাঘের পায়ের ছাপ মেলায় আতঙ্ক। ছবি: সংগৃহীত।
ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে। শুক্রবার বেলপাহাড়ি থানার কাঁকড়াঝোড় এলাকায় বাঘের পায়ের ছাপ মিলল। বন দফতরের অনুমান, কয়েক দিন আগে যে বাঘটি এ রাজ্যের ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার জঙ্গল ঘুরে ঝাড়খণ্ডে ফিরে গিয়েছিল, সেই বাঘটিই আবার ফিরে এসেছে। যদিও এ ব্যাপারে বন দফতরের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
শুক্রবার বাঘের পায়ের ছাপ উদ্ধার হওয়ার পরেই বেলপাহাড়ির আমঝরনা, আমলাশোল এবং কাঁকড়াঝোড় এলাকায় মাইকিং শুরু হয় বন দফতরের পক্ষ থেকে। আতঙ্কিত না হয়ে মানুষকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন বনকর্মীরা।
গত বছরের শেষ দিকে ওড়িশার সিমলিপাল থেকে ঝা়ড়খণ্ড হয়ে ঝাড়গ্রামে ঢুকে পড়েছিল বাঘিনি জ়িনত। তাকে ধরতে কার্যত নাকানিচোবানি খেতে হয়েছিল বন দফতরকে। ১০ দিনের চেষ্টার পর শেষমেশ বাঁকুড়ায় ধরা পড়ে জ়িনত। পরে তাকে ওড়িশায় পাঠিয়ে দেওয়া হয়। জ়িনত ফিরে যাওয়ার পর নতুন বছরের শুরুতে আরও একটি বাঘ ঢুকে পড়েছিল ঝাড়গ্রামে। সেখান থেকে তার হয় আস্তানা হয়েছিল পুরুলিয়ার রাইকা পাহাড়। তাকেও ধরার চেষ্টা করেছিল বন দফতর। কিন্তু তা সম্ভব হয়নি। পরে বাঘটি নিজে থেকেই ঝাড়খণ্ডে ফিরে গিয়েছে বলে খবর মিলেছিল বন দফতর সূত্রে।
জ়িনতের পর যে বাঘটি এসেছিল, তাকে বিশেষজ্ঞদের অনেকেই জ়িনতের ‘প্রেমিক’ বলে দাবি করেছিলেন। কারণ, জ়িনত যে যে এলাকায় বিচরণ করেছিল, সেই সেই এলাকা দিয়েই গিয়েছিল ওই বাঘটি। বিশেষজ্ঞদের দাবি, হয়তো জ়িনতকেই খুঁজছে সে। জ়িনতের প্রস্রাবের সঙ্গে নির্গত বিশেষ ধরনের হরমোন ‘ফেরোমন’-এর আকর্ষণেই বাঘিনির গতিপথে বিচরণ করছে বাঘটি। এখন বন দফতরের অনুমান, সেই ‘প্রেমিক’ই আবার ফিরে এসেছে জ়িনতের টানে!