Cat Life

গায়ে ডোরাকাটা হলদে দাগ, নাম হলুদভাই! খুঁজে দিলে পুরস্কার ঘোষণা হাওড়ার নবনীতার

ঘণ্টির সন্তান হয় হয়েকদিন বাদে। সেই সন্তানদের একজনের নাম দেওয়া হয় হলুদ ভাই, কারণ তার শরীরে হলদে ডোরাকাটা দাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ২০:১৭
Share:

নিজস্ব চিত্র

হারিয়ে গিয়েছে প্রিয় পোষ্য বেড়াল। তার সন্ধান পেতে নগদ দু’হাজার টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার-প্রচার শুরু করল হাওড়ার বাকসারা এলাকার একটি পরিবার। বিড়ালের নাম হলুদভাই। গায়ে ডোরাকাটা দাগ। তারই সন্ধান পেতে মরিয়া হয়ে উঠেছে রায় পরিবার।

Advertisement

বছর তিনেক আগে এক ঝড়বৃষ্টির রাতে দরজার বাইরে একটি বেড়ালের কান্না শুনে দরজা খোলেন শুক্লা রায় ও তাঁর মেয়ে নবনীতা। দেখেন, একটি বেড়াল বৃষ্টিতে ভিজে ঠকঠক করে কাঁপছে। সে রাতে সেই বেড়ালকে উদ্ধার করে ঘরে দুধ খাওয়ান তাঁরা। চাদর মুড়ি দিয়ে রাখেন। তার পর থেকে আর বাড়ি ছাড়েনি বেড়ালটি। পরিবারের এক জনই হয়ে উঠেছিল। মাঝে মধ্যে বাড়ির বাইরে গেলেও বাড়িতেই ফিরে আসত সে। সেই বেড়ালের নাম দেওয়া হয়েছিল ঘণ্টি।

Advertisement

নবনীতা বলেন, ‘‘সাদার উপর হলুদ ডোরাকাটা দাগ রয়েছে বলে হলুদভাই নাম দিয়েছি। ও সবার প্রিয়। প্রতি দিন ঘুম ভাঙায় ভোরবেলা।’’ নিজস্ব চিত্র

সেই ঘণ্টির সন্তান হয় কয়েক দিন বাদে। তাদের এক জনের নাম দেওয়া হয় হলুদভাই। কারণ তার শরীরে হলদে ডোরাকাটা দাগ। সেই হলুদ ভাইকেই খুঁজে পাওয়া যাচ্ছে না গত ১৫ দিন ঘরে। শুক্লা বলেন, ‘‘বিভিন্ন জায়গায় খুঁজেছি। পাইনি। সবার খাওয়া-ঘুম ছুটে গিয়েছে। বিশেষ করে মেয়ে নবনীতা খুবই ভেঙে পড়েছে। হলুদ ভাইয়ের মা ঘন্টিও ছেলেকে দেখতে না পেয়ে খাওয়াদাওয়া করছে না।’’

এই অবস্থায় তাঁরা ঠিক করেন পোস্টার দিয়ে সন্ধান শুরু করবেন। নবনীতা বলেন, ‘‘সাদার উপর হলুদ ডোরাকাটা দাগ রয়েছে বলে হলুদভাই নাম দিয়েছি। ও সবার প্রিয়। প্রতি দিন ঘুম ভাঙায় ভোরবেলা।’’

বাকসারা এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। হলুদভাইকে খুঁজে দিলে নগদ দু’হাজার টাকা পুরস্কার দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement