প্রতীকী ছবি।
ভাঙড়ের জমি আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের চুক্তি অনুযায়ী রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার একটি হাইটেনশন লাইন মাটির তলা দিয়ে রাজারহাট-নিউ টাউনে আনা হবে বলে ঠিক হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, তার জন্য ওই সরকারি সংস্থার প্রায় ৯০ কোটি টাকা বাড়তি খরচ হবে। সুরক্ষার দিক থেকে ‘আন্ডারগ্রাউন্ড কেব্ল’ খুবই ভাল। তবে তা পাততে গেলে প্রকল্পের খরচ প্রায় তিন গুণ বেড়ে যায়।
ভবিষ্যতে নিউ টাউনের চাহিদা মেটাতে পাওয়ার গ্রিডের ভাঙড় সাবস্টেশন থেকে একটি ২২০ কেভি লাইন টানার পরিকল্পনা করে রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থা। ১১ কিলোমিটার দূরত্বের এই প্রকল্পের জন্য ওই সময় খরচ ধরা হয়েছিল প্রায় ৪৩ কোটি টাকা। এর জন্য সংবহন সংস্থা নিউ টাউনে একটি সাবস্টেশন তৈরি করছে। কিন্তু ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে আন্দোলন শুরু হতেই সেই লাইনের কাজ থমকে যায়। পাওয়ার গ্রিড নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত এই লাইন চালু করার বিষয়টি আন্দোলনকারীরা মেনে নিলেও তা মাটির তলা দিয়েই করতে হবে বলে দাবি তোলেন তাঁরা।
সংবহন সংস্থা সূত্রে জানা যাচ্ছে এর ফলে তাদের প্রকল্পের খরচ ১৩২ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। বিদ্যুৎকর্তাদের একাংশ জানাচ্ছেন, মাটির তলা দিয়ে কেব্ল নিয়ে যেতে গেলে প্রতি কিলোমিটারে গড়ে ১২ কোটি টাকা খরচ হয়। সেই হিসেবেই তাঁদের অতিরিক্ত ৮৯ কোটি টাকার সংস্থান করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎকর্তারা জানাচ্ছেন, লাইন বসানোর খরচ বাড়া মানেই ভবিষ্যতে বেশি মাসুল গুনতে হবে ক্রেতাদের।