coronavirus

Coronavirus: প্রাক্তন বিধায়ক ও শান্তিপুর পুরসভার পুর প্রশাসক অজয় দে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত

দিন ১৫ আগে তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি শান্তিপুর হাসপাতালে র‌্যাপিড টেস্ট করান। সেখানেই তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিপুর শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:৪১
Share:

অজয় দে। ফাইল ছবি

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক তথা শান্তিপুর পুরসভার বর্তমান পুর প্রশাসক অজয় দে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

Advertisement

নদীয়া শান্তিপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রায় ২৫ বছরের বিধায়ক ছিলেন তিনি। রাজ্যে তৃণমূল সরকার গঠন করার পর তিনি তৃণমূলে যোগদান করেন। এর পর বিধানসভার পুনর্নির্বাচনে তিনি আবার তৃণমূলের হয়ে জয়লাভ করেন। ২০১৬ বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের কাছে তিনি প্রথম পরাজিত হন। ২০২১ সালে তাঁকে তৃণমূল আবার প্রার্থী হিসেবে নির্বাচিত করে। কিন্তু এ বারের বিধানসভা ভোটেও বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে প্রায় ১৫ হাজার ভোটে তিনি পরাজিত হন।

দিন ১৫ আগে তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি শান্তিপুর হাসপাতালে র‌্যাপিড টেস্ট করান। সেখানেই তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পর বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। দিন কয়েক আগে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

Advertisement

দিন কয়েক ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। শুক্রবার সকালে তিনি প্রয়াত হন। প্রবীণ এই নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement