প্রতীকী ছবি।
প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক এবং পিডিএসের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি সুভাষ বসু। ‘অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নে’র সভাপতি ছিলেন তিনি। কিছু দিন ধরে অসুস্থ ছিলেন সুভাষবাবু। তাঁর মৃত্যু হয়েছে সোমবার সকালে। সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে কংগ্রেসের আমন্ত্রণে ‘ভারত জোড়ো যাত্রা’র সমাপ্তি উপলক্ষে পাহাড়ে ছিলেন পিডিএস নেতা সমীর পূততুণ্ড। দলের রাজ্য সম্পাদক অনুরাধা পূততুণ্ড ও অন্য নেতারা সুভাষবাবুকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।