বুদ্ধদেব ভট্টাচার্য।
আরও একটু ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসায় সাড়া মিলছে। তাঁর সুবিধা-অসুবিধার কথা নিজেই চিকিৎসকদের বলছেন বুদ্ধবাবু। এমনকি, কড়া ওযুধে তিতকুটে হয়ে থাকা মুখের স্বাদ বদলের জন্য রবিবার তিনি আইসক্রিমও খেয়েছেন।
দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার রাত থেকে ভর্তি আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের তরফে এ দিন জানানো হয়েছে, নিউমোনাইটিসের জেরে যে অবস্থা হয়েছিল, তার কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছে পরীক্ষা-নিরীক্ষায়। তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে, শরীরে কমেছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তবে বেশ কয়েক ঘণ্টা করে বাইপ্যাপ দিতে হচ্ছে তাঁকে। বাইরে থেকে অক্সিজেন দেওয়া এখন চালিয়ে যেতে হবে বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণের সময়ে এ দিন ডেকে নেওয়া হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকেও।
হাসপাতালে এ দিন মুকুল রায়কে সঙ্গে নিয়ে বুদ্ধবাবুকে দেখতে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেন তিনি। কলকাতায় ফিরে এ দিনই প্রথম বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে যান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বিমানবাবুর কথায়, ‘‘আগের চেয়ে বুদ্ধ ভাল আছে। তবে সমস্যা তো আছে, হাসপাতালে থাকতে হবে।’’ নিজে একটু সুস্থ হয়ে হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীও।