—ফাইল চিত্র।
রেশনের চাল ও গম নেন না, এমন লোকেদের জন্য রাজ্যে আলাদা কার্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হল। স্বাভাবিক ভাবে যাঁরা নেন, তাঁদের জন্য আলাদা কার্ড থাকবে।
শুক্রবার বিধানসভায় সর্বদল বৈঠকে সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠকে আলোচনায় ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিরোধী দলনেতা আবদুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা। পরে খাদ্যমন্ত্রী বলেন, ‘‘এই সিদ্ধান্ত কার্যকর করা গেলে সরকারি প্রকল্পের যথার্থতা রক্ষা করা যাবে।’’
চলতি সপ্তাহেই বিধানসভায় দুই অংশের কার্ড আলাদা করার সরকারি ভাবনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপবাধ্যায়। এদিন তাতেই সিলমোহর দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন কার্ডের জন্য ৯ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সব বিডিও অফিসে শিবির করা হবে।