রোগীর তথ্য রাখতেই হবে সব হাসপাতালে

চলে গেলেও তাঁর পরিজনদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে হাসপাতাল-কর্তৃপক্ষকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০৩:৫৯
Share:

প্রতীকী ছবি।

বন্ডে সই করিয়ে রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে গেলেও চিকিৎসা সংক্রান্ত নথি পাওয়া যাবে।

Advertisement

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সম্প্রতি সব মেডিক্যাল কলেজ হাসপাতালে এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন। তাতে উল্লেখ করা হয়েছে, বন্ডে সই করিয়ে রোগীকে নিয়ে গেলে কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগী হাসপাতাল থেকে চলে গেলেও তাঁর পরিজনদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে হাসপাতাল-কর্তৃপক্ষকে।

রোগীকে বন্ডে সই করিয়ে নিয়ে গেলে আগে চিকিৎসা সংক্রান্ত কোনও তথ্যই দেওয়া হত না। ফলে রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করানো এবং সেখানে চিকিৎসা করানোর ক্ষেত্রে নাজেহাল হতে হত রোগীর পরিজনদের। অনেক সময় বিভিন্ন শারীরিক পরীক্ষা বারবার করাতে হত। রোগী এবং তাঁদের আত্মীয়দের
হয়রানি কমাতেই অবশেষে চিকিৎসার তথ্য রাখার এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা।

Advertisement

তবে চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বন্ডে সই করে রোগীকে নিয়ে যাওয়া হলে কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগী অন্য কোথাও চলে যাওয়ার পরে তাঁর শারীরিক অবস্থায় অবনতি হতে পারে। অনেক সময় সেই পরিস্থিতিতে চিকিৎসা নিয়ে অভিযোগ ওঠে। হাসপাতালে তাঁর চিকিৎসা সংক্রান্ত তথ্য থাকলে সেই জটিলতা তৈরি হয় না।

স্বাস্থ্য ভবনের কর্তারা জানাচ্ছেন, রোগীর চিকিৎসা-তথ্য হাসপাতালে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। রোগীর চিকিৎসা পরিষেবা পেতে যাতে কোথাও কোনও রকম সমস্যা না-হয়, সেটা নিশ্চিত করতেই তথ্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement