Tarapith Temple

তারাপীঠ মন্দির খুললেও, এখনই খুলছে না দক্ষিণেশ্বর-কালীঘাট

বৃহস্পতিবার কালীঘাটে মন্দির কমিটির বৈঠক ডাকা হয়েছে। মন্দির খোলা হবে কি না, তা নিয়ে সেখানে আলোচনা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১৯:০২
Share:

তারাপীঠ মন্দির খুললেও, বন্ধ রয়েছে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মন্দির। নিজস্ব চিত্র।

প্রায় ১ মাস পর খুলে গেল তারাপীঠ মন্দির। বুধবার ভক্তদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা। কিন্তু দক্ষিণেশ্বর মন্দির কমিটি এখনই মন্দির জনসাধারণের জন্য খুলে দিতে নারাজ। প্রায় একই পথে হেঁটে এখনই মন্দির খুলতে রাজি নয় কালীঘাট মন্দির কমিটিও।

Advertisement

সোমবার বৈঠকের পর তারাপীঠ মন্দির কমিটি এবং মাতারা সেবায়েত সঙ্ঘের তরফে জানানো হয়, বুধবার থেকে করোনাবিধি মেনেই খোলা হবে মন্দির। তারাপীঠ মন্দির কমিটি মন্দিরের দরজা খোলার সিদ্ধান্ত নিলেও ঝুঁকি নিতে নারাজ দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দির কমিটি। দক্ষিণেশ্বর মন্দির কমিটির পক্ষে কুশল চৌধুরী বলেছেন, ‘‘সরকারি বিধিনিষেধ যতদিন থাকবে, ততদিন আমরা মন্দির বন্ধ রাখব।’’

অন্য দিকে, কালীঘাট মন্দির কমিটির সহ-সভাপতি বিদ্যুৎ হালদার জানিয়েছেন, বৃহস্পতিবার মন্দির কমিটির বৈঠক ডাকা হয়েছে। মন্দির খোলা হবে কিনা, সেখানে তা নিয়ে আলোচনা হবে। কিন্তু কালীঘাট মন্দিরের একটি সূত্র জানাচ্ছে, করোনা সংক্রমণের গতি নিম্নগামী হলেও, সরকারপক্ষ বিধিনিষেধ এখনও বজায় রেখেছে। তাই সরকারি সিদ্ধান্ত মেনে মন্দির না-ও খোলা হতে পারে। তবে তারাপীঠ মন্দির খোলা নিয়ে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেছেন, ‘‘সারা ভারত থেকে ভক্তেরা আসেন এই মন্দিরা। এর সঙ্গে সেবায়েত, দোকানদার, হোটেল ব্যবসায়ীদের অর্থনীতি জড়িয়ে আছে। তাই করোনাবিধি মেনেই মন্দির খোলা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement