State News

মাদার ডেয়ারির বেসরকারিকরণের বিরোধিতায় সিটু

সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুর অভিযোগ, কেন্দ্রের মোদী সরকারের পথে হেঁটে এ রাজ্যেও সরকারি সহায়তাপ্রাপ্ত সংস্থাগুলির বেসরকারিকরণ করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০১:৪৩
Share:

প্রতীকী ছবি।

আধুনিকীকরণের নামে মাদার ডেয়ারির মতো সংস্থাকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার বিরোধিতা করল সিটু এবং তাদের অনুমোদিত কর্মচারী ইউনিয়ন। ‘মাদার ডেয়ারি, ক্যালকাটা’কে রাজ্য সরকার ‘বেঙ্গল ডেয়ারি লিমিটেড কোম্পানি’তে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছে।

Advertisement

সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুর অভিযোগ, কেন্দ্রের মোদী সরকারের পথে হেঁটে এ রাজ্যেও সরকারি সহায়তাপ্রাপ্ত সংস্থাগুলির বেসরকারিকরণ করা হচ্ছে। তাঁর দাবি, ২০১১ সালে বামফ্রন্ট সরকার থাকার সময় পর্যন্ত মাদার ডেয়ারির উদ্বৃত্ত তহবিল ছিল ৫৮ কোটি টাকার। স্বল্পমূল্যে দুধ, ঘি, মাখন, আইসক্রিম সরবরাহ করত ওই সংস্থা। অথচ এখন ওই সংস্থার অর্থ থেকে বেহিসেবি খরচ হচ্ছে, মন্ত্রী-আমলাদের ব্যক্তিগত খরচও মেটানো হচ্ছে। মাদার ডেয়ারি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি শান্তশ্রী চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক প্রদীপ মিত্র শুক্রবার দাবি করেন, ‘লিমিটেড কোম্পানি’ করার পরিকল্পনা বাতিল করতে হবে, লক্ষ লক্ষ দুধচাষি এবং স্থায়ী ও ঠিকা মিলিয়ে ৬০০ শ্রমিক-কর্মচারীর কাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement