ভূপেশ ভবনে লাহিড়ী - মুখার্জি সভাগৃহে আলোচনা - সভা। — নিজস্ব চিত্র।
লোকসভা নির্বাচন নিয়ে আলোচনাসভায় বাম-ঐক্যে জোর দেওয়ার কথা বলা হল। সিপিআই-এর রাজ্য দফতর ভূপেশ ভবনের লাহিড়ী-মুখার্জি সভাগৃহে শনিবার আলোচনাসভার আয়োজন করেছিল যোশী-অধিকারী ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ। ‘অষ্টাদশ লোকসভা নির্বাচন: বামপন্থীদের দৃষ্টিতে’ শীর্ষক ওই সভায় যোগ দিয়ে সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র বলেন, “বামপন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আরও সচেষ্ট হতে হবে। বামপন্থী আন্দোলন না থাকলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিকল্প বাম-গণতান্ত্রিক ঐক্য মজবুত হবে না।” সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ও তাঁর বক্তব্যে তৃতীয় শক্তি হিসেবে বাম-ঐক্য গড়ে তোলার বিষয়ে জোর দিয়েছেন। সভায় যোগ দিয়েছিলেন আরএসসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিআই (এমএল) লিবারেশন নেতা জয়তু দেশমুখেরাও। সভা পরিচালনা করেন শোভনলাল দত্তগুপ্ত।