—ফাইল চিত্র
দুয়ারে নির্বাচন কমিশন।
ভোটার তালিকা সংশোধনের কর্মকাণ্ড দুয়ারে নিয়ে হাজির হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। শনিবার থেকে জেলার ৩১ বিধানসভাতেই প্রচার গাড়ির মাধ্যমে (মোবাইল ভ্যান) এলাকা এলাকায় পৌঁছে যাচ্ছেন কমিশনের দায়িত্বপ্রাপ্তরা। আর সেখান থেকে ভোটার তালিকায় সংযোজন, সংশোধন করার সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।
গত ১৮ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু গত ৪ ডিসেম্বর, শুক্রবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার অনেক এলাকায় ভোটার তালিকায় কর্মকাণ্ডে আশানুরূপ সাড়া মেলেনি। তারপরে শনিবার থেকে সরাসরি প্রচার গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছেন কমিশনের দায়িত্বপ্রাপ্তরা। সেখানে এসে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিচ্ছেন আগ্রহীরা। কারণ, ওই ভ্রাম্যমাণ গাড়িতে থাকছেন ডেটা এন্ট্রি অপারেটের। তাঁদের সঙ্গে থাকছে ল্যাপটপও। থাকছে চেয়ার-টেবিলও। যাতে কোনও এলাকায় পৌঁছে সেখানে কিছুক্ষণ বসে শিবিরটি করতে পারেন দায়িত্বপ্রাপ্তরা। এই ধরনের শিবিরে শনি এবং রবিবার যথেষ্ট সাড়া মিলেছে বলে জানাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কর্মীরা। একইসঙ্গে জেলার যেসব বুথে ভোটার তালিকায় নারী-পুরুষের হার রাজ্য বা জেলার গড়ের তুলনায় কম। সেখানে আলাদা ক্যাম্প করে সংযোজন-সংশোধনে আরও ভাল ফল করতে চায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। একইসঙ্গে, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের তালিকাভুক্ত করার বিষয়েও বাড়তি উদ্যোগ নিয়েছে তারা। দুয়ারে সরকারের কর্মসূচির শিবিরে যথেষ্ট ভিড় হচ্ছে, তাই সেখানেও ভোটার তালিকা সংশোধনের কাজকর্মে সঙ্গী হওয়া প্রচার গাড়িটিও থাকছে। তার ফলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের সঙ্গে ভোটার তালিকার ব্যাপারেও মানুষ জানতে পারবেন, তাই তা করা হচ্ছে বলে দাবি জেলা প্রশাসনের আধিকারিকদের।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া মানুষের দরজায় পৌঁছে যাওয়া নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্বাচন অফিসার তথা জেলাশাসক পি উলগানাথনের মতে, ‘‘কোভিড-১৯-এর জন্য অনেকের মধ্যে বুথে আসা নিয়ে ভয় রয়েছে। সেই পরিস্থিতিতে মানুষের কাছে পৌঁছে যাওয়ার দরকার। আর গাড়িগুলি থেকে ভোট সংক্রান্ত নানা বিষয়ে জনসচেতনতাও চলে।’’