Voter List

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, বাদ গেল প্রায় সাত লক্ষ নাম

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নতুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যের প্রায় ৭ লক্ষ ভোটারের নাম। তালিকায় যুক্ত করা হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৪:০১
Share:

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। —প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। নতুন তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় সাত লক্ষ ভোটারের নাম। তালিকায় যুক্ত হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম। ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাব অনুসারে এই ভোটার তালিকা তৈরি হয়েছে।

Advertisement

নতুন ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের মধ্যে বেশির ভাগেরই ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। প্রায় চার লক্ষ ভোটার কার্ড নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত করেছে কমিশন, যার মধ্যে বেশির ভাগের ভোটারেরই মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য রাজ্যে চলে গিয়েছেন, এমন প্রায় তিন লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। পাশাপাশি ৯ হাজারের কিছু বেশি ভোটারের নাম তালিকায় দু’জায়গায় নথিভুক্ত ছিল (দ্বৈত ভোটার)। সেগুলিও বাদ দেওয়া হয়েছে।

এ রাজ্যের ভোটার তালিকা নিয়ে সম্প্রতি বিভিন্ন অভিযোগ তুলেছে বিজেপি। গত মাসেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরে গিয়ে দেখা করে বিজেপির এক প্রতিনিধিদল। তাঁদের অভিযোগ ছিল, ১৭ লক্ষেরও বেশি জনের নাম খসড়া ভোটার তালিকায় দু’বার করে রয়েছে। বিজেপির দাবি ছিল, এর মধ্যে একই সচিত্র পরিচয়পত্র কিন্তু আলাদা আলাদা জায়গায় নাম আছে, এমন সংখ্যা ৩২ হাজার ৮৮৬। অনেক ক্ষেত্রে মৃত ভোটারদেরও নাম তালিকা থেকে বাদ পড়েনি বলে অভিযোগ জানায় বিজেপি।

Advertisement

সম্প্রতি সীমান্তে অনুপ্রবেশ ঘিরেও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। অবৈধ ভাবে ভারতে এসে জাল নথিপত্র তৈরি করে নেওয়ারও অভিযোগ উঠেছে। কলকাতায় এক অনুষ্ঠানে সম্প্রতি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম অবশ্য ব্যাখ্যা দিয়েছেন, জাল নথি দেখিয়ে বা ভুয়ো নামে ভোটার তালিকায় নাম উঠছে কি না, সে সব কিছু দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই বিতর্কের আবহে সোমবার এ রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। নতুন তালিকা অনুসারে, বাদ পড়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। যার মধ্যে দু’জায়গায় নাম ছিল এমন ৯ হাজার ১৩০ জনের নাম বাদ দেওয়া হয়েছে।

এ বারের চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যে মোট ভোটার রয়েছেন ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩ জন। মহিলা ভোটার ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৮১১ জন। বর্তমানে দেশে চার বার ভোটার তালিকায় নাম সংযোজন-বিয়োজন করা হয়। এর পরে এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে পুনরায় এই প্রক্রিয়া হবে।

সোমবার বাংলার পাশাপাশি দিল্লিরও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। নতুন তালিকা অনুসারে দিল্লিতে মোট ভোটার রয়েছেন ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement