Providend Fund

রাজ্যের শিক্ষকদের পিএফ অনলাইন করতে পদক্ষেপ শিক্ষা দফতরের, চালু হতে পারে আগামী বছরের গোড়াতেই

বিকাশ ভবন সূত্রে খবর, আগামী বছরের গোড়াতেই এই পরিষেবা অনলাইনে শুরু হয়ে যাবে। সম্প্রতি শিক্ষা দফতর থেকে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ২১:১১
Share:

পশ্চিমবঙ্গে সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুলের শিক্ষকদের অনলাইনে পিএফ পরিষেবা চালু হওয়ার পথে।

রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারপোষিত বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) সুবিধা অনলাইনে দেওয়ার বিষয়ে পদক্ষেপ করতে চলেছে শিক্ষা দফতর। বিকাশ ভবন সূত্রে খবর, আগামী বছরের গোড়াতেই এই পরিষেবা অনলাইনে শুরু হয়ে যাবে। সম্প্রতি শিক্ষা দফতর থেকে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বেতন দেওয়ার আগেই যেন তাঁদের পিএফের বিষয়টি অনলাইন করার ব্যবস্থা করে দেওয়া হয়।

Advertisement

ডিসেম্বর মাসের ২-১০ তারিখের মধ্যে এই কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাস থেকে এই পদ্ধতি চালু করে দিতে বদ্ধপরিকর শিক্ষা দফতর। মাধ্যমিক এব‌ং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের অনলাইনে পিএফের বিষয়টি আগে চালু করেছে শিক্ষা দফতর। কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এই বিষয়টি এত দিন করা সম্ভব হয়নি। তাই এই পরিষেবা চালু করতে জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের অর্থ বিষয়ক বিভাগকে বিজ্ঞপ্তি জারি করে পদক্ষেপ করতে বলেছে বিকাশ ভবন।

এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, ‘‘চলতি অর্থবর্ষের শেষে বা আগামী অর্থবর্ষের শুরুতেই যাতে শিক্ষক, শিক্ষাকর্মীদের অনলাইন পিএফ ব্যবস্থা পুরোপুরি চালু করা যায় তার জন্য আমরা বার বার শিক্ষা দফতরের কাছে আবেদন করছি। এই ব্যবস্থা না চালু হওয়ার জন্য শিক্ষক, শিক্ষাকর্মীদের অনেক অসুবিধা হচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অনুরোধ করব এ ব্যাপারে প্রয়োজনে অর্থ দফতরের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ করতে।’’

Advertisement

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি পলাশ সাধুখাঁ বলেন, ‘‘পিএফ অনলাইনে চালু করার দাবি ছিল দীর্ঘ দিনের। ২০১১ সালের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষকেরা অনেক কিছু না চাইতেই পেয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন যে শিক্ষক-সহ সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানো উচিত। সেই ভাবনা থেকেই তাঁর এমন পদক্ষেপ। শিক্ষামন্ত্রীকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement