ফাইল চিত্র।
গরু পাচার মামলায় এ বার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৭ অক্টোবর তাঁকে দিল্লির ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিগত কয়েক বছরে বিপুল পরিমাণে তাঁর সম্পত্তি বৃদ্ধি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে।
গত সপ্তাহেই অনুব্রতের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে ‘অন্যতম প্রধান চক্রান্তকারী’ বলে দাবি করে তাঁকে বিপুল সম্পত্তির মালিক বলেও ব্যাখ্যা করা হয়। অনুব্রতের জমা দেওয়া আয়করের তথ্যও জুড়ে দেওয়া হয়েছে চার্জশিটে। আদালতের হাতে ওই তথ্য তুলে ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আট বছরে (২০১৩-২০২১) অনুব্রতের আয় প্রায় ১৭৯৫ শতাংশ বেড়েছে। শুধু তা-ই নয়, ওই আট বছরে সুকন্যারও আয় বৃদ্ধির পরিমাণ ২৯৬৪ শতাংশ। এ ছাড়াও, গরু পাচার মামলার তদন্তে নেমে পেশায় স্কুল শিক্ষিকা সুকন্যার নামে একাধিক ব্যবসার মালিকানার হদিস মিলেছে। তার মধ্যে চালকলের ব্যবসাও রয়েছে।
শনিবার পিটিআইকে ইডির এক আধিকারিক বলেন, ‘‘এত কম সময় কী ভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন সুকন্যা মণ্ডল, সেই ব্যাপারে জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর আয়ের উৎস সম্পর্কে জানতে ভীষণই আগ্রহী আমরা।’’
গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন অনুব্রত। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুকন্যাকেও। সম্প্রতি তাঁকে নোটিসও পাঠিয়েছে সিবিআই। এ বার অনুব্রত কন্যাকে তলব করল ইডি।