ED

Partha Chatterjee: টাকার স্তূপ কি ‘ঘুষের’, দেখছে ইডি

ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পার্থের বাড়িতে হানা দেওয়ার পর পরই অর্পিতার বাড়িতে হানা দেন ইডি অফিসারেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ০৮:৪১
Share:

অর্পিতা মুখোপাধ্যায়

বস্তায় ভরা টাকা পাওয়া গিয়েছে তাঁর বাড়ি থেকে। শুক্রবার রাতের দিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সরকারি ভাবে লিখিত বার্তা পাঠিয়ে দাবি করেছে, যাঁর বাড়ি থেকে এই টাকা পাওয়া গিয়েছে, তিনি অর্পিতা মুখোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (বর্তমান শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’।

Advertisement

ইডি-র দাবি, অর্পিতা অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পার্থের বাড়িতে হানা দেওয়ার পর পরই অর্পিতার বাড়িতে হানা দেন ইডি অফিসারেরা। ইডি সূত্রের দাবি, অর্পিতা যে পার্থের ‘ঘনিষ্ঠ’ এবং তাঁর বাড়িতে গেলে হিসাব বহির্ভূত অর্থ পাওয়া যেতে পারে, তা তাঁরা আগেই আঁচ করেছিলেন। তাই, এ দিন অন্যদের সঙ্গে টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথ-এ হানা দেয় ইডি। সেখানে টাওয়ার ২-এর ১এ ফ্ল্যাটে হানা দিয়ে বস্তা ভরা নগদ টাকা মিলেছে বলে ইডি জানায়।

শুক্রবার রাতে ইডি জানিয়েছে, আপাত ভাবে মনে হচ্ছে টাকার অঙ্ক ২০ কোটির মতো। কিন্তু, এত নগদ গোনার জন্য ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নেওয়া হবে বলে ঠিক হয়। রাতে ব্যাঙ্ক অফিসারদের নোট গোনার যন্ত্র নিয়ে সেই ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। রাতের দিকে আরও বেশি টাকা গোনার যন্ত্র আনা হয়। রাতে অতিরিক্ত বাহিনী নিয়ে ইডি অফিসারদেরও ঢুকতে দেখা যায় ওই ফ্ল্যাটে।

Advertisement

ইডি-র দাবি, প্রায় দশ বছর আগে পার্থবাবুর সঙ্গে পরিচয় হয় অর্পিতার। তিনি ব্যবসা করেন বলেও ইডি-র দাবি। যে ব্যবসায় পার্থবাবুর লগ্নি থাকতে পারে বলেও অনুমান করছেন ইডি অফিসারেরা। রাতে সমাজমাধ্যমে বেশ কিছু ছবি ছড়ায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী যে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, সেই পুজোর প্রচারে অর্পিতা মডেল হিসাবে কাজ করেন বলেও দাবি করা হয়। পুজোর মঞ্চে পার্থবাবু ও অন্যান্যদের সঙ্গে তাঁর ছবিও ছড়ায়।

রাতে অর্পিতার ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে, তা তাঁর আয়ের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে ইডি জানিয়েছে। প্রাথমিক ভাবে ইডি-র সন্দেহ, শিক্ষাক্ষেত্রে নিয়োগের সময়ে যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে, এই টাকা সেই ঘুষের অংশও হতে পারে।

শুক্রবার রাতে ডায়মন্ড সিটিতে গিয়ে দেখা যায়, টাওয়ার ২-এর কার পার্কিং এলাকা কেন্দ্রীয় বাহিনী দখলে নিয়েছে। আবাসিক ছাড়া ওই টাওয়ারে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইডি সূত্রের দাবি, তল্লাশির সময়ে অর্পিতার শোওয়ার ঘর বন্ধ ছিল। সেটি খোলার পরে আলমারি থেকে বস্তা ভর্তি ওই টাকা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, মাঝেমধ্যেই এখানে দেখা যেত মন্ত্রীকে। তাঁর নামেও ওই আবাসনে আরও ফ্ল্যাট রয়েছে বলে দাবি ইডি-র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement