পণ্ডিতিয়া রোডের ফ্ল্যাট সিল করল ইডি।
টালিগঞ্জ, বেলঘরিয়ার পর মঙ্গলবার সকালে পণ্ডিতিয়ার এক অভিজাত আবাসনে হাজির হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী দলের ধারণা ছিল, সেখানে একটি ফ্ল্যাট রয়েছে ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের। কিন্তু দিনভর চেষ্টা করেও সেই ফ্ল্যাটের দরজা খুলতে পারল না ইডি। শেষ পর্যন্ত দরজা সিল করে চলে গেলেন আধিকারিকেরা।
অর্পিতার বেলঘরিয়ার আবাসনের দরজাও প্রথমে খুলতে পারছিলেন না ইডি আধিকারিকেরা। পরে তালা ভাঙা হয়। সেখান থেকে উদ্ধার হয় নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। কিন্তু মঙ্গলবার পণ্ডিতিয়ার ফোর্ট ওয়েসিসের আবাসনের ফ্ল্যাটের দরজা ভাঙেননি তাঁরা। কারণ আগের দু’টির মতো ওই ফ্ল্যাট অর্পিতার নামে নয়। সেটি স্মিতা ঝুনঝুনওয়ালা নামে এক মহিলার নামে নথিভুক্ত রয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ইডি আধিকারিকরা। কিন্তু সাড়া মেলেনি। তাই শেষ পর্যন্ত দরজা সিল করে দেয় ইডি। জানা গিয়েছে, স্থানীয় থানাকে জানিয়ে রাখা হবে।
মঙ্গলবার সকাল থেকেই নজরে ছিল পণ্ডিতিয়ার এই ফ্ল্যাট। ইডি সূত্রের খবর, সেখানে ছ’নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটটি অর্পিতাকে ব্যবহার করতে দিয়েছিলেন পার্থ। জল্পনা ছিল, টালিগঞ্জ এবং বেলঘরিয়ার মতো এই আবাসন থেকেও মিলতে পারে নগদ। ইডি আধিকারিকেরা মনে করেছিলেন, এই ফ্ল্যাটে জরুরি নথি রয়েছে, যা তদন্তে সাহায্য করবে। কিন্তু শেষ পর্যন্ত সেই ফ্ল্যাটে ঢুকতেই পারলেন না ইডি আধিকারিকরা।