Manik Bhattacharya

Manik Bhattacharya: একটু আগেই ইডি বাড়ি ছাড়ল মানিকের, আগেই বেরিয়ে গিয়েছে মন্ত্রী পরেশের বাড়ি থেকে

শুক্রবার সকালে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিকের বাড়িতে হানা দেয় ইডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ০০:২৬
Share:

মানিকের বাড়ি থেকে বেরোচ্ছেন ইডি আধিকারিকেরা

১৭ ঘণ্টা পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে বার হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তকারী আধিকারিকেরা। ইডি সূত্রে দাবি, মানিককে এলাকা ছাড়তে বারণ করা হয়েছে। অন্য দিকে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বাড়ি বিকেল ৪টে নাগাদ বেরিয়েছেন তদন্তকারীরা। পরেশের মেখলিগঞ্জের বাড়িতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ছিল ইডি।

Advertisement

শুক্রবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রী (প্রাক্তন শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকেরা।পার্থের বাড়ি ছাড়াও ১৩টি জায়গায় তল্লাশি চালায় ইডি। সেই তালিকায় ছিল মানিকের বাড়িও। এ ছাড়া রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিংহ, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও অভিযান চালায় ইডি। সন্ধ্যায় ইডি টুইট করে জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগে তদন্তের প্রেক্ষিতেই শুক্রবারের তল্লাশি অভিযান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement