State News

সিএএ-বিরোধী ধর্নায় অমিয়, অর্ধেন্দুরা

চ্যাপলিন স্কোয়্যারের ধর্নায় মঙ্গলবার সংহতি জানাতে গেলেন অর্থনীতির শিক্ষক অমিয় বাগচী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ০১:২৫
Share:

ধর্মতলায় ধর্নায় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন। —নিজস্ব চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যাপঞ্জির (এনপিআর) বিরুদ্ধে কলকাতা পুরসভা সংলগ্ন চ্যাপলিন স্কোয়্যারের ধর্নায় মঙ্গলবার সংহতি জানাতে গেলেন অর্থনীতির শিক্ষক অমিয় বাগচী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন। অমিয়বাবু সেখানে ব্যাখ্যা করেন, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের ভাবনার সঙ্গে বিজেপির হিন্দুত্বের কোনও মিল নেই। তাঁর মতে, সাধারণ হিন্দু পরমত সহিষ্ণু, বিজেপির মতো বিভাজনে বিশ্বাসী নন। এনআরসি-বিরোধী যুক্ত মঞ্চের ডাকে বিভিন্ন গণ-সংগঠন চ্যাপলিন স্কোয়্যারে অবস্থান করছে গত ২১ জানুয়ারি রাত থেকে। আগামিকাল, বৃহস্পতিবার গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করে ওই কর্মসূচি শেষ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement