RG Kar Medical College And Hospital Incident

সংশোধনাগারেই সাক্ষ্য শুনবে সঞ্জয়

তবে আদালতে যাতায়াতের পথে বেশ কয়েক দিন সঞ্জয় প্রিজ়ন ভ্যান থেকে সংবাদমাধ্যমের উদ্দেশে নানা মন্তব্য ছুড়ে দিয়েছে। বেশ কয়েক বার নিজেকে নির্দোষ বলে দাবিও করেছে কলকাতা পুলিশের ওই সিভিক ভলান্টিয়ার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৮:২৯
Share:

— প্রতীকী চিত্র।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার খুন, ধর্ষণের মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী পর্বে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত করা হতে পারে বলে সূত্রের খবর। সপ্তাহ দুয়েক ধরে শিয়ালদহ অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে ওই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব চলছে। অভিযুক্ত সঞ্জয়কে এ যাবৎ রোজই আদালতে হাজির করা হয়েছে।

Advertisement

তবে আদালতে যাতায়াতের পথে বেশ কয়েক দিন সঞ্জয় প্রিজ়ন ভ্যান থেকে সংবাদমাধ্যমের উদ্দেশে নানা মন্তব্য ছুড়ে দিয়েছে। বেশ কয়েক বার নিজেকে নির্দোষ বলে দাবিও করেছে কলকাতা পুলিশের ওই সিভিক ভলান্টিয়ার। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল এবং অন্যান্য পদস্থ অফিসাররা তাকে ফাঁসিয়েছেন বলেও অভিযোগ করে সঞ্জয়। ডিপার্টমেন্ট (পুলিশ বিভাগ) ও সরকার ভয় দেখাচ্ছে এবং চুপ করে থাকতে বলেছে বলেও দাবি করেছে সে।

ইদানীং সঞ্জয়কে কালো কাচ ও লোহার জাল ঘেরা ছোট গাড়িতে আদালতে নিয়ে আসা হচ্ছে। সঞ্জয়ের মুখ খোলা ঠেকাতে কয়েক দিন আগেও তাকে আদালতে নিয়ে আসার সময়ে গাড়ির হর্ন বাজিয়ে বা গাড়ির মাথায় চাপড় মেরে কর্তব্যরত পুলিশকর্মীদের নানা কসরত করতে হয়। আজ, সোমবার থেকে ফের আর জি কর-মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করা হবে।

Advertisement

আদালতে যেমন রুদ্ধদ্বার কক্ষে (ইন ক্যামেরা) সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, তেমনই প্রেসিডেন্সি সংশোধনাগারেও সঞ্জয়ের সাক্ষ্য গ্রহণ শোনার সময়ে উপযুক্ত ব্যবস্থা ব্যবস্থা করা হবে বলে সূত্রের খবর। সঞ্জয় সাক্ষ্য গ্রহণের পুরোটাই শুনতে পাবেন। কারারক্ষীরা তার পাহারায় থাকবেন।

সাক্ষ্য গ্রহণ পর্বে যেদিন সঞ্জয়ের শনাক্তকরণের কাজ থাকবে সে দিন তাকে আদালতে হাজির করা হবে বলে সূত্রের খবর। আগামী সপ্তাহে সঞ্জয়কে প্রেসিডেন্সি সংশোধনাগার
থেকেই সাক্ষ্য গ্রহণ শোনানো যাবে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement