দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক কে কে শর্মাকে। —ফাইল চিত্র।
লোকসভা ভোটে সদ্য নিয়োগ হওয়া এ রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক কে কে শর্মাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।
নির্বাচন কমিশন সূত্রে তেমনই জানা গিয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন অন্ধ্রপ্রদেশ পুলিশের এডিজি পদমর্যাদার আইপিএস অফিসার বিবেক দুবে। ঠিক কী কারণে অব্যাহতি দেওয়া হল তাঁকে, তা নিয়ে কমিশনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। বৃহস্পতিবার রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, ‘‘ জাতীয় নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে কে কে শর্মার পরিবর্তে এ রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক হচ্ছেন বিবেক দুবে।’’ একই সঙ্গে রাজ্যে নির্বাচনের কাজে আসছেন ২৪ জন পুলিশ পর্যবেক্ষক।
এর আগে বুধবার তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশের সময় একটি ছবি দেখিয়ে কে কে শর্মার বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, ওই ছবিতে বিএসএফ-এর তৎকালীন ডিজি কে কে শর্মাকে উর্দি পরা অবস্থায় দেখা যাচ্ছে। শর্মা আরএসএসের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, ওই ছবি তারই প্রমাণ বলে দাবি করেন মমতা। তাঁর প্রশ্ন ছিল, ‘‘এমন এক জনকে কী করে নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে দেওয়া যায়?’’ একই সুরে প্রতিবাদ জানান বামেরাও। শর্মার নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি পাঠিয়েছেন সিপিএম পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু।
যাঁকে নিয়ে এত বিতর্ক, সেই কে কে শর্মাকে আসন্ন লোকসভা ভোটে ঝাড়খণ্ডের সঙ্গে এ রাজ্যের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। লোকসভা ভোটে রাজ্যে নিরাপত্তা বাহিনী মোতায়েন ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখার কথা পুলিশ পর্যবেক্ষকের। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) এবং পদস্থ অফিসার, রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গেও আলোচনায় বসার কথা ছিল তাঁর। ১৯৮২ ব্যাচের আইপিএস অফিসার বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বেও সামলেছেন। তবে এ দিন তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এ রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে।