ছবি: সংগৃহীত।
পদবিলুপ্ত হলেও কর্মী ছাঁটাই হবে না পূর্ব রেলের চারটি ডিভিশন এবং তিনটি ওয়ার্কশপে। পদ বিলুপ্তি এবং ছাঁটাই নিয়ে বিতর্কের মাঝে শনিবার এমনটাই ব্যাখ্যা দিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।
দিন কয়েক আগে পূর্ব রেলের কর্মিবর্গ (পার্সোনেল) দফতরের একটি চিঠি হোয়্যাটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। তাতে রেলের আসানসোল, মালদহ, শিয়ালদহ, হাওড়া ডিভিশন ছাড়াও জামালপুর, লিলুয়া এবং কাঁচরাপাড়া ওয়ার্কশপের উল্লেখ করে বলা হয়, বিভিন্ন বিভাগে মোট ১৮৯২টি পদ উদ্বৃত্ত রয়েছে। অবিলম্বে ওই পদগুলি রেল বোর্ডকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়। চিঠির কথা ছড়িয়ে পড়তেই ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়তে শুরু করে রেল। কর্মী ছাঁটাই নিয়ে যথারীতি সরব হতে থাকে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলিও।
এ দিন পূর্ব রেলের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, সময়ের সঙ্গে পদ ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী তা সৃষ্টি করা দেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রযুক্তি এবং নতুন কাজের প্রয়োজন অনুযায়ী পদ সৃষ্টি করতেই হয়। তবে কাউকে ছাঁটাই করা হচ্ছে না। তবে এই বিবৃতির পরেও সমস্যা কতটা মিটবে তা নিয়ে সন্দিহান ট্রেড ইউনিয়নের নেতৃত্ব।