Bangladesh Unrest

বাংলাদেশ নিয়ে আর্জি ইস্টবেঙ্গলের

বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের নিপীড়ন বন্ধ হওয়া দরকার এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ও-পারে ‘মা, বোন ও ভাইদের বাঁচাতে’ এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৬
Share:

ইস্টবেঙ্গল ক্লাব। —ফাইল চিত্র।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিল ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘...ইস্টবেঙ্গল ক্লাব একটিপ্রতিবাদ থেকে জন্মগ্রহণ করেছিল ...। সেই থেকে ইস্টবেঙ্গল ক্লাব সর্বদাই জাতিগত ও সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছে। .....আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। আমাদেরঅনেক সমর্থকের পরিবার দেশভাগের আগে এবং পরবর্তী সময়ে এবং’৬০-এর দশকের শেষের দিকে এবং ’৭০-এর দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকারহয়েছেন। আমরা তাঁদের থেকে প্রচুর ফোন এবং ই-মেল পাচ্ছি, যেখানে তাঁরা আমাদের এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন।’

Advertisement

ক্লাবের বাকি সমর্থকেরাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে বিবৃতিতে জানানো হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের নিপীড়ন বন্ধ হওয়া দরকার এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ও-পারে ‘মা, বোন ও ভাইদের বাঁচাতে’ এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান। ক্লাবের অন‌্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা দু’-এক দিনের মধ‌্যে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দেব। বাংলাদেশে সংখ‌্যালঘুদের এই বার্তাই দিতে চাই, আমরা পাশে রয়েছি। তবে এটি দুই দেশের ব‌্যাপার হওয়ায় আগ বাড়িয়ে রাস্তায় নামব না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement