DYFI

নাম-বিতর্কে তৃণমূল, সিপিএমের যুব নেতৃত্ব

নাম বেআইনি ভাবে ব্যবহারের অভিযোগ এনেই যুব তৃণমূলকে আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠিয়েছে ডিওয়াইএফআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০২:০৮
Share:

প্রতীকী ছবি।

যুব তৃণমূলের সাংগঠনিক উদ্যোগের নামকরণ নিয়ে প্রশ্ন তুলে তাদের আইনি নোটিস পাঠাল যুব সিপিএম। করোনা ও ‘আমপান’ পরবর্তী পরিস্থিতিতে রাজ্য জুড়ে এক লক্ষ সদস্যকে নিয়ে বাহিনী গড়ার লক্ষ্যে ‘বাংলার যুবশক্তি’ নামে অভিযান শুরু করেছে যুব তৃণমূল। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ৫৩ বছর ধরে যে পত্রিকা চালাচ্ছে, তার নাম ‘যুবশক্তি’। এই নাম বেআইনি ভাবে ব্যবহারের অভিযোগ এনেই যুব তৃণমূলকে আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠিয়েছে ডিওয়াইএফআই। তৃণমূলের তরফে বলা হয়েছে, আইনি পথেই অভিযোগের জবাব দেওয়া হবে।

Advertisement

ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের অভিযোগ, ‘‘তৃণমূল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের জন্য তাদের মতো করে প্রচার করতেই পারে। কিন্তু আমাদের পত্রিকার নাম বেআইনি ভাবে ব্যবহার করে যুব তৃণমূল একটি পোর্টাল চালু করেছে। এই নাম দিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তাই আমরা আইনি পদক্ষেপ করছি।’’ সিপিএম সূত্রের খবর, জেলায় জেলায় ‘বাংলার যুবশক্তি’ নামে যে পোর্টালে নাম নথিভুক্ত করা হচ্ছে, সেখানে ‘বিভ্রান্তি’র বশেই বাম কর্মী-সমর্থকদের একাংশও যুক্ত হয়ে যাচ্ছেন। সে সবের প্রেক্ষিতেই আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।

যুব তৃণমূলের তরফে কোনও পদাধিকারী অবশ্য বুধবার এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে তৃণমূলের এক শীর্ষ নেতার মন্তব্য, ‘‘সিপিএমের সাংগঠনিক শক্তি এখন তলানিতে। আইনি বিতর্ক তৈরি করতে চাইলে আইনি পথেই তার জবাব দেওয়া হবে।’’ যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের সংগঠনে নির্দেশ দিয়েছেন, দৈনন্দিন রাজনীতির মধ্যে না ঢুকেও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাতেই মানুষ আস্থা ও বিশ্বাস দেখাবেন। সেই লক্ষ্যেই ‘বাংলার যুবশক্তি’ নামে ওই বাহিনী তৈরির জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেখানে নাম নথিভুক্ত করলে আগ্রহীকে তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement