DYFI

পরিযায়ীর ‘পরিজন’

‘পরিজন’ নামক ওই পোর্টাল লিঙ্কের মাধ্যমে শ্রমিকদের কে কোথায় আটকে আছেন, সেই তথ্য একত্রিত করা হবে এবং সরকারকেও অবহিত রাখা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ০২:১৮
Share:

ফাইল চিত্র।

লকডাউনের মধ্যে ভিন্ রাজ্যে এবং অন্য জেলায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের তথ্য সংগ্রহ এবং তাঁদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য অনলাইন পোর্টাল চালু করল যুব সিপিএম। ‘পরিজন’ নামক ওই পোর্টাল লিঙ্কের মাধ্যমে শ্রমিকদের কে কোথায় আটকে আছেন, সেই তথ্য একত্রিত করা হবে এবং সরকারকেও অবহিত রাখা হবে। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের বক্তব্য, তাঁদের সংগঠনের কর্মী-সমর্থকেরাও ‘পরিজন’-এ ফর্‌ম পূরণ করে পরিযায়ী শ্রমিকদের তথ্য আপলোড করবেন, নিজেরা সহায়তা পৌঁছে দেবেন এবং ব্লক বা পুরসভা ভিত্তিতে প্রশাসনিক সাহায্যের জন্যও আবেদন জানাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement