ভিক্টোরিয়া হাউসের সামনে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ।—নিজস্ব চিত্র।
ঘুর্ণিঝড়েের পরে ৬ রাত পেরিয়ে গেলেও কলকাতারই সব জায়গায় বিদ্যুৎ পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ সংযোগ ফেরানোর দাবিতে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে সিইএসসি-র সদর দফতরে মঙ্গলবার বিক্ষোভ দেখাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সংগঠনের কলকাতা জেলা কমিটির কর্মী-সমর্থকদের ওই কর্মসূচি থেকে দাবি তোলা হয়েছে, বাড়তি কর্মী মোতায়েন করে পরিষেবা চালু করা হোক। ঠিকা কর্মী নয়, স্থায়ী কর্মী নিয়োগের পাশাপাশি তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করার দাবিও তুলেছে ডিওয়াইএফআই। তাদের বক্তব্য, লকডাউনে রুটি-রুজির সমস্যায় বহু মানুষই বিদ্যুৎ বিল মেটানোর অবস্থায় আপাতত নেই।