Durga Puja 2022

আবার এসো মা! কেমন চলল দশমীর বিসর্জন, দেখুন গঙ্গা, গন্ধেশ্বরী থেকে মহানন্দার ছবি

বুধবার কিছু বারোয়ারি পুজো এবং মূলত বাড়ির পুজো বা আবাসনের পুজোরই বিসর্জন হওয়ার কথা গঙ্গার ঘাটে। বাবুঘাট, নিমতলা ঘাট, বাগবাজার ঘাট-সহ সমস্ত ঘাটে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা ছিল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১৯:৩৬
Share:
০১ ১০

উৎসব শেষ। বুধবার দুপুর থেকে কড়া নিরাপত্তায় শুরু হল প্রতিমা বিসর্জন।

০২ ১০

বিকেল থেকে ঘাটগুলি ঢাকের আওয়াজে মুখর হয়ে ওঠে। বিষাদের মধ্যেই প্রায় সকলের মুখে একই কথা, ‘‘আসছে বছর আবার হবে।’’

Advertisement
০৩ ১০

বুধে কিছু বারোয়ারি পুজো এবং মূলত বাড়ির পুজো বা আবাসনের পুজোরই বিসর্জন হওয়ার কথা।

০৪ ১০

কলকাতার বাবুঘাট, নিমতলা ঘাট, বাগবাজার ঘাট, বাজে কদমতলা ঘাট, রানি রাসমণি ঘাট-সহ সমস্ত ঘাটেই বিসর্জনের জন্য আগে থেকেই যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল।

০৫ ১০

বাজে কদমতলা ঘাটে লেক টেরেস ফ্রেন্ডস ক্লাবের প্রতিমা বিসর্জন।

০৬ ১০

এটি ট্যাংরা কল্যাণ সঙ্ঘের পুজো।

০৭ ১০

বিভিন্ন জেলাতেও বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জন।

০৮ ১০

শিলিগুড়ির মহানন্দা নদীর লালমোহন ঘাটে প্রতিমা বিসর্জন।

০৯ ১০

দুপুরে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে প্রতিমা বিসর্জন।

১০ ১০

নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির মা রাজরাজেশ্বরীর নিরঞ্জন পর্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement