Dilip Ghosh

জলসা দিয়ে পুজো শুরু বিজেপির

শুক্রবার সপ্তমী থেকে রবিবার নবমী পর্যন্ত প্রতি দিন সন্ধ্যাতেই ওই প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ০৩:৫২
Share:

দিলীপ ঘোষ। ফাইল চিত্র।

দু’বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হল বিজেপির দুর্গাপুজোয়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যবাসীর উদ্দেশে ভিডিয়ো-বার্তায় বললেন, ‘‘উৎসব যেন মূল না হয়ে যায়। পুজোর আবহাওয়া যেন ভক্তিময় হয়।’’

Advertisement

ইজেডসিসি-তে বৃহস্পতিবার বিজেপির দুর্গাপুজো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ইজেডসিসি-র প্রেক্ষাগৃহে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর সহশিল্পীরা, গান করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সকাল এবং সন্ধ্যায় আরও কয়েক জন শিল্পীরও গানের অনুষ্ঠান ছিল সেখানে। আজ, শুক্রবার সপ্তমী থেকে রবিবার নবমী পর্যন্ত প্রতি দিন সন্ধ্যাতেই ওই প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। বিজেপির তরফে দুর্গাপুজোর দায়িত্বপ্রাপ্ত সঙ্ঘমিত্রা চৌধুরী বলেন, ‘‘অনুষ্ঠান হচ্ছে বিজেপির মহিলা মোর্চা ও সাংস্কৃতিক সেল এবং ইজেডসিসি-র যৌথ উদ্যোগে।’’ প্রশ্ন উঠছে, ইজেডসিসি-র মতো একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা একটি রাজনৈতিক দলের সঙ্গে যৌথ ভাবে কোনও নির্দিষ্ট ধর্মীয় কর্মসূচি পালন করে কোন বিধিতে? এ দিন রাত পর্যন্ত এর ব্যাখ্যা বা সদুত্তর মেলেনি। কলকাতা হাইকোর্টের রায়ের পর ওই দুর্গোৎসবে ভিড় অবশ্য চাইছে না বিজেপি। সঙ্ঘমিত্রার কথায়, ‘‘প্রেক্ষাগৃহে ৯০০ দর্শকাসন আছে। আমরা ১০০-র বেশি দর্শক ঢোকার ব্যবস্থা রাখছি না। বাইরে জায়ান্ট স্ক্রিন থাকবে এবং সব অনুষ্ঠান সামাজিক মাধ্যমে দেখানো হবে।’’ এ দিকে দিলীপবাবু এ দিনই ভিডিয়ো-বার্তায় বলেছেন, ‘‘পুজোর আনন্দে মায়ের প্রতি শ্রদ্ধা-ভক্তি যেন কম না হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement