প্রতীকী ছবি।
ঘূর্ণিঝড় আমপান-এর জেরে বেশ কয়েকটি শ্রমিক স্পেশাল ট্রেনের রুট পরিবর্তন করা হতে পারে। এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। এ প্রসঙ্গে মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, “করোনার কারণে এমনিতেই ট্রেন চলাচল বন্ধ। পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানোর জন্য বেশ কিছু ট্রেন চালানো হচ্ছে। পরিস্থিতি বিচার করে প্রয়োজনে ট্রেনের রুট পরিবর্তন করা হতে পারে।”
লকডাউনে আটকে পড়া শ্রমিকদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরানো হচ্ছে। সেই তালিকাতে রয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। আমপানের প্রভাবে যাতে ট্রেন মাঝপথে আটকে না পড়ে সে কারণে দক্ষিণ-পূর্ব রেলে কয়েকটি শ্রমিক স্পেশাল ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে। পরিস্থিতি এবং আমপানের প্রভাব বিচার করে সময়ে সময়ে ট্রেনের রুট পরিবর্তন করা হতে পারে। অথবা সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে।
এক বিবৃতি জারি করে দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, ১৯, ২০, ২১ এবং ২২ মে ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিগামী শ্রমিক স্পেশাল ট্রেনের রুট বদল করা হবে। এই ট্রেনগুলো ভুবনেশ্বর থেকে বালেশ্বর, হিজলি এবং টাটানগর হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত রুট অনুযায়ী সেগুলো ভুবনেশ্বর থেকে রওনা দিয়ে আঙুল, সম্বলপুর সিটি, ঝাড়সুগুদা, রৌরকেলা এবং টাটানগর হয়ে যাবে।
ঠিক একই ভাবে নয়াদিল্লি থেকে ভুবনেশ্বরগামী শ্রমিক স্পেশাল ট্রেন টাটানগর, রৌরকেলা, ঝাড়সুগুদা, সম্বলপুর সিটি, আঙুল হয়ে ভুবনেশ্বরে পৌঁছবে।
আরও পড়ুন: দিঘার সাড়ে ছ’শো কিমির মধ্যে ঢুকে পড়ল আমপান