ছবি: সংগৃহীত।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর)-এর বিরুদ্ধে লড়াইয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতাদর্শকে হাতিয়ার করছে ডিএসও। বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবর্ষ উপলক্ষে শিলিগুড়ি, বীরসিংহ এবং কমার্টাঁড় থেকে কলকাতা পর্যন্ত ‘অঙ্গীকার যাত্রা’ করে তারা। শিলিগুড়ি, বীরসিংহ এবং কর্মাটাঁড় থেকে ওই যাত্রা শুরু হয় যথাক্রমে ১, ৪ এবং ৫ ফেব্রুয়ারি। শুক্রবার তা শেষ হয় কলেজ স্কোয়্যারে বিদ্যাসাগর মূর্তির সামনে। এসইউসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ সেখানে বলেন, ‘‘বিদ্যাসাগরের মতাদর্শের অনুশীলনের মধ্য দিয়েই ছাত্রছাত্রীরা বর্তমানে উদ্ভূত সঙ্কট মোচন করতে সক্ষম হবে।’’