পরীক্ষায় পাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে বলে জানাচ্ছেন পরিবহণ দফতরের কর্তারা। শুক্রবারেই আলিপুর মোটর ভেহিক্লস দফতরে এই পদ্ধতি চালু হয়েছে। সেটা চালু হচ্ছে আলিপুর সদর, বারুইপুর ও ডায়মন্ড হারবারের পরিবহণ অফিসেও। এত দিন পরীক্ষায় পাশ করারপরে লাইসেন্স পেতে অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে হতো। অভিযোগ উঠত হয়রানিরও। নতুন পদ্ধতিতে এই সব ঝক্কি এড়ানো যাবে। তাই আবেদনকারীরা উপকৃত হবেন বলেই পরিবহণ দফতরের দাবি।