Drinking water

বাড়ি বাড়ি পানীয় জল দু’দিন বন্ধ থাকবে শিলিগুড়িতে! তেষ্টা মেটাতে ট্যাঙ্ক, পাউচের ব্যবস্থা করছে পুরসভা

পুরসভা সূত্রে খবর, ইনটেক ওয়েলের সংস্কার ও বিকল্প ইনটেক ওয়েলের কাজের জন্য দু’দিন পুরসভার পানীয় জলের পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৮:১৪
Share:

ফের সমস্যার মুখে পড়তে হবে বলেই মনে করছেন শিলিগুড়ি পুরসভার বাসিন্দারা। —ফাইল চিত্র।

ফের ‘জলসঙ্কট’ শিলিগুড়িতে। আগামী ২২ ও ২৩ নভেম্বর, শুক্রবার এবং শনিবার পুরসভা এলাকায় বন্ধ রাখা হবে বাড়ি বাড়ি পানীয় জলের সরবরাহ। মাস ছয়েক আগেই দিন চারেক পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় জলকষ্টে ‘হাহাকার’ করতে হয়েছিল শিলিগুড়িবাসীকে। বিকল্প ব্যবস্থা থাকলেও তাতে তেষ্টা মেটেনি অধিকাংশেরই! এ বারও বিকল্প ব্যবস্থা থাকলেও একই সমস্যার মুখে পড়তে হবে বলেই মনে করছেন পুর এলাকার বাসিন্দারা।

Advertisement

পুরসভা সূত্রে খবর, ইনটেক ওয়েলের সংস্কার ও বিকল্প ইনটেক ওয়েলের কাজের জন্য দু’দিন পুরসভার পানীয় জলের পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এত দিন একটি ইনটেক ওয়েল থাকায় মাঝেমধ্যে তাতে পলি জমলেই পানীয় জলের পরিষেবা ব্যাহত হত। সেই পরিস্থিতি সামাল দিতে ছ’কোটি ৯০ লক্ষ টাকা খরচ করে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে নতুন ইনটেক ওয়েল তৈরি করেছে পুরসভা। সম্প্রতি পাহাড় সফরে এসে সেই ইনটেক ওয়েল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সংযোগের কাজ শুরু হবে।

তবে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা নিয়েছে পুরসভা। তারা জানিয়েছে, ২৬টি জলের ট্যাঙ্ক, ৩৫ পিভিসি ট্যাঙ্কে করে জল সরবরাহ করা হবে পুর এলাকায়। প্রায় তিন লক্ষ জলের পাউচেরও ব্যবস্থা করা হয়েছে। সাহায্যের জন্য বলা হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে। তাদের থেকেও পাঁচটি পাঁচ হাজার লিটারের ট্যাঙ্ক নেওয়া হবে।

Advertisement

মেয়র গৌতম দেব বলেন, ‘‘একটি ইনটেক ওয়েল থাকায় জলকষ্টে ভুগতে হয়েছে বাসিন্দাদের। এ বার এই ইনটেক ওয়েল চালু হলে জলের সমস্যা হবে না। কারণ বিকল্প ব্যবস্থা তৈরি হয়ে গেল। আমরা দু’দিনের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করেছি। তার পরেও আমরা বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই অসুবিধার জন্য। তবে আমরা চেষ্টা করব যাতে দু’দিনের আগেই কাজ শেষ করা যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement