উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ টাকা। —নিজস্ব চিত্র।
শিলিগুড়ি এবং কলকাতায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকার চোরাই সোনা বাজেয়াপ্ত করল ডিরেক্টরেট অব ইন্টালিজেন্স রেভেনিউ (ডিআরআই)। ২৪ ঘণ্টার মধ্যে ওই দু’জায়গায় অভিযান চালিয়ে সোনার বাট বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সাতজনকে।
ডিআরআই সূত্রে খবর, মোট সাড়ে ১২ কেজি চোরাই সোনার বাট আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ টাকা। এই দু’টি ঘটনায় কলকাতা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল সুজিত রক্ষিত, সঞ্জিব রক্ষিত এবং মিলন স্বর্ণকার।ধৃতেরা উত্তর ২৪ পরগনার বাগদা থেকে সরকারি বাসে করে হাওড়ার দিকে আসছিলেন। কৈখালির কাছে ওই বাসটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তিন জনের কাছ থেকে প্রায় ৬ কেজি ৫ গ্রাম সোনা পাওয়া যায়। জেরায় ধৃতরা জানিয়েছে, বাংলাদেশ থেকে চোরাই পথে সোনা এসেছিল। সেখান থেকে কলকাতায় এক ব্যবসায়ীকে দেওয়ার কথা ছিল।
অন্য দিকে, শিলিগুড়ির ঘটনায় এক মহিলা-সহ চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল বাপি বৈরাগী, নতুন বৈরাগী, অসীম সিংহ এবং কুমকুম সিংহ। সরাইঘাট এক্সপ্রেসে করে গুয়াহাটিতে যাওয়ার সময় শিলিগুড়ি স্টেশনে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে ৬ কেজি সোনার বাট। এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তদের জেরা করে তাঁদের নাম জানার চেষ্টা চলছে। চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই ৬২ কেজি চোরাই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে বলে ডিআরআই সূত্রে খবর।
আরও পড়ুন: মমতার তোষণেই বাংলার এই হাল, বিদায়বেলায় বিস্ফোরক কেশরীনাথ
আরও পড়ুন: রাত থেকে জলে আটকে ট্রেন, মুম্বইয়ে হাজারেরও বেশি যাত্রীকে উদ্ধার করা গেল বিকেলে
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।