—ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের সময় বদলি করা হল শিলিগুড়ির পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থবকে। তাঁর জায়গায় আনা হল মুখ্যমন্ত্রীর ‘আস্থাভাজন’ ডিপি সিংহকে।
২০০৪ ব্যাচের আইপিএস অফিসার ডিপি সিংহ কলকাতায় এবং জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার পদে কর্মভার গ্রহণের আগে উত্তরবঙ্গেও বেশ কিছু দিন কর্মরত ছিলেন তিনি। ছিলেন কোচবিহার এবং দার্জিলিং জেলার এসপি-ও। এ ছাড়া, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সিপি হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি, ব্যারাকপুর পুলিশ কমিশনারের পদেও বেশ কিছু দিন দায়িত্বভার সামলেছেন তিনি। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অব পুলিশ (দক্ষিণ) পদেও কাজ করেছেন ডিপি সিংহ।
পুলিশ মহলে মুখ্যমন্ত্রীর ‘আস্থাভাজন’ হিসেবে পরিচিত দেবেন্দ্র প্রতাপ সিংহ বা ডিপি সিংহ। তিনি ডিসি (সাউথ) থাকার সময় আচমকাই ভবানীপুর থানায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় থেকেই দেবেন্দ্র প্রতাপ সিংহের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: ববি-বৈঠকে জিতেন্দ্র না-ও থাকতে পারেন, কথা বলতে চান শুধু মমতার সঙ্গে
আরও পড়ুন: ঘোষণা নেই, তবে ‘বহিরাগত’ এবং ‘দলতন্ত্র’ নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর