Domestic Workers

গৃহসহায়িকাদের চিঠি

রাজ্যের কাছে গৃহসহায়িকাদের দাবি, কাজের জায়গায় যোগ দিতে আর যাতে সমস্যা না হয়, তা সরকার দেখুক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ২১:২৫
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র

করোনা পরিস্থিতিতে গৃহসহায়িকাদের সঙ্কটের দিকে নজর দেওয়ার আর্জি জানিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ‘পশ্চিমবঙ্গ গৃহসহায়িকা ইউনিয়ন’। সিটু অনুমোদিত ওই সংগঠনের বক্তব্য, ট্রেন-সহ গণ-পরিবহণ ব্যবস্থা এখনও স্বাভাবিক না হওয়ায় গৃহসহায়িকাদের অনেকেই কাজে যোগ দিতে যেতে পারছেন না। বহু আবাসনে কাজে যাওয়ায় বাধা আছে, যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এমতাবস্থায় রাজ্যের কাছে গৃহসহায়িকাদের দাবি, কাজের জায়গায় যোগ দিতে আর যাতে সমস্যা না হয়, তা সরকার দেখুক। কয়েক মাস ধরে বেতন যে হেতু অনিয়মিত, তাই পরিবারগুলিকে মাসিক ৭৫০০ টাকা আর্থিক সহায়তা এবং ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হোক। পাশাপাশিই ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক শিল্পী সরকার গৃহকর্তা ও কর্ত্রীদের কাছে আবেদন করেছেন তাঁদের কাজে যোগ দেওয়া ও পুজোর বোনাসের বিষয়টি সহৃদয় বিবেচনার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement