Maid

পথে গৃহ-সহায়িকারা

গৃহ-সহায়িকা ইউনিয়নের তরফে এ দিন ওই ঘটনার নিন্দা করে তাঁর বেতন ও বোনাসের দাবি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০৫:০৭
Share:

কলকাতায় গৃহ-সহায়িকা দের মিছিল। নিজস্ব চিত্র।

স্বাস্থ্যবিধি মেনে কাজের নিরাপত্তা, বকেয়া বেতন ও উৎসবের সময়ে বোনাসের দাবিতে রাস্তায় নামলেন গৃহ-সহায়িকারা। ঢাকুরিয়া বাসস্ট্যান্ড থেকে গড়িয়াহাট পর্যন্ত বুধবার পশ্চিমবঙ্গ গৃহ-সহায়িকা ইউনিয়নের ডাকে মিছিল থেকে মাসিক ৭৫০০ টাকা করে আর্থিক সাহায্য ও মাথাপিছু ১০ কেজি করে খাদ্যের দাবিও তোলা হয়েছে। মিছিলে ছিলেন ইউনিয়নের সম্পাদক শিল্পী সরকার, অচ্যুৎ চক্রবর্তী, সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষ প্রমুখ।

Advertisement

সম্প্রতি ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়িতে করোনা সংক্রমণের প্রেক্ষিতে গৃহ-সহায়িকা কাজে যোগ দিতে যাননি। তাঁকে সেপ্টেম্বরের বেতন ও বোনাস দিতে অস্বীকার করায় ওই গৃহ-সহায়িকা কালীঘাট থানায় অভিযোগ করেছেন। গৃহ-সহায়িকা ইউনিয়নের তরফে এ দিন ওই ঘটনার নিন্দা করে তাঁর বেতন ও বোনাসের দাবি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement