আন্দোলন পর্বই এ বার উঠে আসছে সেলুলয়েডের পর্দায়। ফাইল চিত্র।
শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। চাকরির দাবিতে কলকাতার ময়দানে গান্ধী এবং মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলন পর্বই এ বার উঠে আসছে সেলুলয়েডের পর্দায়। ‘সিক্স হান্ড্রেড ডেজ অ্যান্ড কাউন্টিং...’ নামে ওই তথ্যচিত্র রবিবার প্রথম প্রদর্শিত হবে শহিদ মিনার চত্বরে মহার্ঘ ভাতা (ডিএ)-এর দাবিতে ধর্নায় বসা সরকারি কর্মচারীদের মঞ্চে। ৩৫ মিনিট দৈর্ঘ্যের তথ্যচিত্রটির নির্মাতা অনিমেষ দত্ত, ময়ূরাক্ষী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তথ্যচিত্রে এই ধারাবাহিক প্রতিবাদকে ধরে রাখাটাই আমাদের প্রতিবাদ।’’
তথ্যচিত্র তৈরির ভাবনা কী ভাবে মাথায় এল, তা-ও জানিয়েছেন ময়ূরাক্ষী। তিনি বলেন, গত সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ অন্য একটি ছবির কাজের জন্য হাতে ক্যামেরা নিয়ে মেয়ো রোডে গিয়েছিলাম। সঙ্গে ছিল এক বন্ধু। তখন গান্ধী মূর্তির নীচে স্বচ্ছ নিয়োগের দাবিতে অবস্থান-আন্দোলন চলছে। তা দেখেই এই বিষয়ের উপরে তথ্যচিত্র বানানোর পরিকল্পনা মাথায় আসে। ময়ূরাক্ষীর কথায়, ‘‘শিক্ষা-স্বাস্থ্যের মতো বিষয় কিছুতেই বিক্রি করা যায় না। সরকারি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি আসলে শিক্ষা ক্ষেত্রে বেসরকারিকরণকে আহ্বান জানানো। তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।’’
‘সিক্স হান্ড্রেড ডেজ অ্যান্ড কাউন্টিং...’ নামটির পিছনেও রয়েছে একটি কারণ। ময়ূরাক্ষী জানান, তথ্যচিত্রের শুটিং শেষের দিন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ৬০০ দিনে পড়েছিল। সে দিন আন্দোলনকারীদের একটি মিছিল হয় মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত। ‘‘তাই এই তথ্যচিত্রের এই নাম সিক্স হান্ড্রেড ডেজ অ্যান্ড কাউন্টিং...’’, বলেন ময়ূরাক্ষী।
তথ্যচিত্রের চিত্রগ্রাহক অনিমেষ বলেন, ‘‘আমার চোখের সামনে যা ঘটছে, সেই চলমান সময়কেই তুলে ধরা হয়েছে। শিক্ষা ব্যবস্থার কী অবস্থা, তা-ও এই ছবিতে তুলে ধরেছি।’’ গবেষণার মাধ্যমে তথ্যচিত্রটিকে সমৃদ্ধ করেছেন সুবর্ণরেখা। সম্পাদনা করেছেন অর্জুন গৌরীসারিয়া।