Doctors' Forum

করোনায় চিকিৎসক সংগঠনের আর্জি

‘ডক্টর্স ফর ডেমোক্র্যাসি’র বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি ও পৌর-চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কোভিড আক্রান্ত হচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ০৪:৫৮
Share:

প্রতীকী ছবি।

স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনায় মৃত্যুহার বেড়ে চলায় উদ্বিগ্ন চিকিৎসক সংগঠন ‘ডক্টর্স ফর ডেমোক্র্যাসি’। তাদের মতে, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের করোনায় মৃত্যুর হার দেখা যাচ্ছে সাধারণ মানুষের চেয়ে বেশি। এই পরিস্থিতিতে চিকিৎসক সংগঠনের তরফে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং সব বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের কাছে আবেদন জানানো হয়েছে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক-সহ সংশ্লিষ্ট কর্মীদের নিয়মিত ভাবে বিনামূল্যে কোভিড পরীক্ষার (আরটিপিসিআর) ব্যবস্থা করানোর জন্য। ‘ডক্টর্স ফর ডেমোক্র্যাসি’র বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি ও পৌর-চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কোভিড আক্রান্ত হচ্ছেন। এমনকি, কলকাতা পুরসভার এক জন চুক্তিভিত্তিক ল্যাবরেটরি টেকনিশিয়ান, যিনি নিজে এই লালারসের নমুনা সংগ্রহ করছিলেন, তাঁরও মৃত্যু ঘটেছে। এই প্রেক্ষিতে কোনও ‘কো-মর্বিডিটি’ থাকা স্বাস্থ্যকর্মীকে কোভিড চিকিৎসার সঙ্গে সরাসরি যুক্ত না করার অনুরোধ জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement