Post Poll Violence

Post-poll violence: ‘ভোট পরবর্তী হিংসা’-য় নিহত বিজেপি কর্মীর ডিএনএ রিপোর্ট জমা পড়ল হাই কোর্টে

২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কলকাতার কাঁকুড়গাছিতে হিংসায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিতের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ১৫:৫২
Share:

কলকাতা হাই কোর্ট।

মুখবন্ধ খামে বিজেপি নেতা অভিজিৎ সরকারের ডিএনএ রিপোর্ট জমা প়ড়ল কলকাতা হাই কোর্টে। ‘ভোট পরবর্তী হিংসা’ সংক্রান্ত এই মামলায় আদালতের নির্দেশ মতো ময়নাতদন্তের সময়ে অভিজিতের দেহ শনাক্ত করা যায়নি বলে জানিয়েছিল তাঁর পরিবার। তার পরই ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ। সেই মতোই সোমবার আদালতের পাঠানো হল অভিজিতের ডিএনএ রিপোর্ট।
২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কলকাতার কাঁকুড়গাছিতে ‘হিংসা’য় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিতের। তাঁর পরিবারের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা অভিজিৎকে পিটিয়ে মেরে ফেলেছে। ২ জুলাই হাই কোর্ট অভিজিতের দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। কিন্তু আদালতে অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার জানান, তাঁর ভাইয়ের মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না। তাঁরা নিশ্চিত হতে পারছেন না, মৃতদেহটি অভিজিতেরই কি না।

Advertisement

তার পরেই আদালত নির্দেশ দেয়, অভিজিতের ডিএনএ পরীক্ষা করতে হবে। নমুনা সংগ্রহ করার কাজ করবে কলকাতার কম্যান্ড হাসপাতাল। তার পর সেই নমুনা পাঠানো হবে সিএফএসএল (সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি)-তে। সেখানেই নমুনা পরীক্ষা হবে। তার পর সেই রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে হবে আদালতের কাছে। সেই রিপোর্ট সোমবার জমা পড়ল আদালতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement