শেষ না হয়েও ‘শেষ হল’ রাজ্যের পঞ্চায়েত ভোট। ২০ জেলায় ৮২৫টি জেলা পরিষদ আসন, ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতি আসন এবং ৪৮ হাজার ৬৫০টি গ্রাম পঞ্চায়েত আসনের ভোট হওয়া নিয়ে একের পর এক নাটকীয় পরিস্থিতি দেখেছে রাজ্য। গোলমাল, বিতর্ক কম হয়নি। শেষ পর্যন্ত ভোট হল, ভোটের ফলাফলও বেরলো। তবে এখনও প্রায় ৩৪ শতাংশ আসনের ভবিষ্যত্ ঝুলে রয়েছে আদালতে।
তিন স্তর মিলিয়ে এই ৩৪ শতাংশ আসনে শাসক দল ছাড়া অন্য কারও প্রার্থী ছিল না। আদালতের স্থগিতাদেশ না থাকলে এগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সার্টিফিকেট মিলে যাওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত তা দিয়ে নিষেধ করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে।
মানুষ ভোট দিয়েছেন বাকি ৬৬ শতাংশ আসনের জন্য। জেলা পরিষদের ভোট হয়েছে ৮২৫-এর মধ্যে ৬২১টি আসনে। পঞ্চায়েত সমিতি ৯ হাজার ২১৭ আসনের মধ্যে ভোট হয়েছে ৬ হাজার ১১৯টি আসনে। আর গ্রাম পঞ্চায়েতের ভোট হয়েছে ৩১ হাজার ৭৮৯টি আসনে। নীচে ত্রিস্তর পঞ্চায়েতের জেলাভিত্তিক ফলাফল দেওয়া হল। সামান্য কিছু আসনের ফলাফল এখনও প্রকাশিত হয়নি।
জেলা
কোচবিহার
আলিপুরদুয়ার
জলপাইগুড়ি
উত্তর দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর
মালদহ
মুর্শিদাবাদ
নদিয়া
উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা
হুগলি
হাওড়া
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
বাঁকুড়া
পুরুলিয়া
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান
বীরভূম
মোট