দিলীপ ঘোষ। ফাইল ছবি।
প্রাক্তন প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম ঘোষের বিরুদ্ধে। শনিবার ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার এলাকার বাসিন্দা এক তরুণী ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। তার ভিত্তিতেই অরিন্দমকে গ্রেফতার করা হয়। ঝাড়গ্রামের ডিএসপি (ডি অ্যান্ড টি) সব্যসাচী ঘোষ বলেন, ‘‘একটি অভিযোগের ভিত্তিতে অরিন্দম ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আইটি আইনের ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’ এ বিষয়ে দিলীপ বলেন, ‘‘আমি খবর পেয়েছি। ওর ভাইপোর বিরুদ্ধে এ রকম অভিযোগ উঠেছে। সব ভাইপোর জন্য আইন সমান। দোষ করলে সাজা পেতে হবে।’’
পুলিশ সূত্রে খবর, তরুণী তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁর সঙ্গে কুলিয়ানা গ্রামের বাসিন্দা অরিন্দমের দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। পরে তা ভেঙে যায়। এর পরেই অরিন্দম তাঁদের পুরনো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ভাইরাল করে দিয়েছেন। ছড়িয়ে দিয়েছেন বহু হোয়াটসঅ্যাপ গ্রুপেও। যুবতী এই অভিযোগ দায়ের করার পরেই গ্রেফতার হয় অরিন্দমকে।
রবিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অরিন্দমের আইনজীবী সুমন সেন বলেন, ‘‘আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে। আমার মক্কেল কিছুই জানেন না। আমরা জামিনের আবেদন করেছিলাম। বিচারক তা মঞ্জুর করেননি। আমার মক্কেলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।’’
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপের ভাই হীরক ঘোষের ছেলে অরিন্দম। হীরক আগে গোপীবল্লভপুরে বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। বর্তমানে তিনি অবশ্য কোনও পদে নেই। অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে হীরকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আনন্দবাজার অনলাইন। কিন্তু তাঁর ফোন বেজে গিয়েছে।
এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে শাসকদল তৃণমূল। দলের ব্লক সভাপতি টিঙ্কু পাল বলেন, ‘‘প্রশাসনের কাছে অনুরোধ যাতে কড়া পদক্ষেপ করা হয়।’’