Dilip Ghosh

মুখ্যমন্ত্রীকে চিঠি দিলীপের

এর আগে করোনার ধাক্কা সামলানো প্রসঙ্গে পরামর্শ দিয়ে মুখ্য়মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন দিলীপবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০৩:৪৩
Share:

ফাইল চিত্র।

করোনা এবং আমপান সঙ্কটের মোকাবিলায় কয়েকটি প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে করোনার ধাক্কা সামলানো প্রসঙ্গে পরামর্শ দিয়ে মুখ্য়মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন দিলীপবাবু।

Advertisement

মুখ্যমন্ত্রীকে লেখা দ্বিতীয় চিঠিতে তিনি আমপানে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্তদের আগামী তিন মাস এক হাজার টাকা করে সাহায্য দেওয়ার আর্জি জানিয়েছেন। এ ছাড়া, জনস্বাস্থ্যের সঙ্কট মোকাবিলায় পূর্ণ সময়ের এক জন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ, পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থান নিশ্চিত করা-সহ আরও এক গুচ্ছ দাবি জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement