Dilip Ghosh

Dilip Ghosh: সুকান্তের সাফল্য কামনা দিলীপের, টুইট করে নতুন রাজ্য সভাপতিকে অভিনন্দন বার্তা সদ্য প্রাক্তনের

সদ্য প্রাক্তন ঘোষিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি-র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানালেন দিলীপ ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২১:১০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নতুন রাজ্য সভাপতিকে অভিনন্দন জানালেন সদ্য প্রাক্তন দিলীপ ঘোষ। সোমবার নতুন রাজ্য সভাপতি ঘোষিত হওয়ার কিছু ক্ষণের মধ্যেই টুইটার এবং ফেসবুকে সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি, দলের রাজ্য সভাপতি পদে সুকান্তের সাফল্যও কামনা করেন।

Advertisement

সোমবার টুইটার এবং ফেসবুকে বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি লিখেছেন, ‘ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তাঁর সাফল্য কামনা করি।’

Advertisement

প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত বিজেপি-র রাজ্য সভাপতি পদে মেয়াদ ছিল দিলীপের। তবে সেই মেয়াদ ফুরোনোর আগেই দিলীপকে সরিয়ে তাঁর জায়গায় সুকান্তর নাম ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement