আদালতে হাজিরা দিতে কাল দিলীপ

তাঁর সঙ্গে ওই আদালতে হাজিরা দেবেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ০২:০৩
Share:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।—ফাইল চিত্র।

আগামিকাল শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজিরা দিতে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

তাঁর সঙ্গে ওই আদালতে হাজিরা দেবেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার। পরে জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে রাজ্য সভাপতি বৈঠক করবেন বলে খবর।

শুভেন্দু বলেন, ‘‘বিজেপিকে রুখতে পুলিশ মিথ্যে মামলা দিয়েছে। আমাদের রাজ্য সভাপতি, সাংসদ ও আমার নামে পুলিশকে মারধর থেকে খুনের মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। এইভাবে শাসকদল পুলিশ দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। কিন্তু এতকিছু করেও বিজেপিকে আটকাতে পারবে না।’’ সূত্রের খবর, লোকসভা নির্বাচনে জয়ের পরে বিজেপি বিজয় মিছিল করেছিল। সেই মিছিলে দিলীপ, নবনির্বাচিত সাংসদ সুকান্ত, শুভেন্দু ছাড়াও কয়েক হাজার বিজেপি কর্মী ছিলেন। প্রথমে বুনিয়াদপুরে ও তারপরে গঙ্গারামপুরে এই বিজয় মিছিল করতে পরিকল্পনা নেয় বিজেপি। কিন্তু পুলিশ তার আগেই দুই শহরে ১৪৪ ধারা জারি করে দেয়। পুলিশের সেই ধারা অমান্য করে দিলীপেরা বুনিয়াদপুরে মিছিল করে গঙ্গারামপুরে যান। গঙ্গারামপুরে পুলিশ এই মিছিল আটকে দিলে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ-বিজেপির সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মি আহত হয়।

Advertisement

৮ জুনের সেই সংঘর্ষের পরেই বংশীহারি ও গঙ্গারামপুর থানায় বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে দিলীপ, সুকান্ত ও শুভেন্দুর নামও দেওয়া হয়। যদিও পরবর্তীতে হাইকোর্ট থেকে এই তিনজন নেতা জামিন পান। হাইকোর্টের নির্দেশে আগামিকাল সেই মামলায় হাজিরা দিতে আসছেন দিলীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement