Dilip Ghosh

দলের রাজ্য নেতৃত্বকে ফের কটাক্ষ দিলীপের

বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের দল বদলের পরে শুক্রবারই তিনি সমালোচনার সুরে বলেছিলেন, ‘‘দল তো হারতে হারতে হারাধন হয়ে গিয়েছে!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ০৬:৩২
Share:

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

ফের দলের বর্তমান নেতৃত্বকে খোঁচা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের দল বদলের পরে শুক্রবারই তিনি সমালোচনার সুরে বলেছিলেন, ‘‘দল তো হারতে হারতে হারাধন হয়ে গিয়েছে!’’ তার ২৪ ঘণ্টার মধ্যেই এ বার দলের ‘ক্ষয়িষ্ণু’ হয়ে যাওয়া নিয়ে দিলীপ বলেছেন, ‘‘আমার কাজ ছিল জঙ্গল সাফ করে রাস্তা বানানোর। আমি তো বানিয়ে দিয়ে গিয়েছিলাম। এখন যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের কাজ ছিল ইমারত বানানো।” দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার অবশ্য এই প্রসঙ্গে বলেন, “দিলীপদা আমাদের বর্ষীয়ান নেতা। তিনি আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি রাজ্য কোর কমিটির সদস্য। আমরা সবাই মিলেই ইমারত তৈরি করব। সেখানে ওঁর ভূমিকাও রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement