সেই কার্ড। নিজস্ব চিত্র
করোনা পরিস্থিতির মধ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাফাইকর্মীদের শুভেচ্ছা বার্তা পাঠালেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
রবিবার দিলীপের সাংসদ প্রতিনিধি দেবগোপাল বেরা নারায়ণগড় ব্লকের বেলদা গ্রামীণ হাসপাতালে গিয়ে সেই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। সঙ্গে ছিল গোলাপ ফুল। সাংসদ প্রতিনিধির সঙ্গে ব্লকের বিজেপি নেতা-কর্মীরাও ছিলেন। দেবগোপাল বলেন, ‘‘জরুরি পরিস্থিতিতে নিরন্তর কাজ করে যাওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানাতে বার্তা পাঠিয়েছেন সাংসদ। আমি তাঁর প্রতিনিধি হয়ে সেই বার্তা পৌঁছে দিলাম।’’
শুভেচ্ছা পত্রে চিকিৎসক, নার্স, সাফাইকর্মীদের প্রতীকী ছবির পাশে প্রধানমন্ত্রীর হাতজোড় করা ছবি রয়েছে। তাতে লেখা, ‘করোনা সংক্রমণ রুখতে সমগ্র দেশবাসী যখন গৃহবন্দি তখন যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে দেশবাসীর সেবায় নিয়োজিত তাদেরকে জানাই কুর্নিশ।’
বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যোত ঘোষের বক্তব্য, ‘‘করোনা পরিস্থিতিতে সাংসদকে এলাকায় দেখা যাচ্ছে না। এসবের মাধ্যমে আত্মপ্রচার করছেন সাংসদ।’’
তৃণমূলের কটাক্ষকে আমল দিতে চাননি দিলীপ। তিনি বলেন, ‘‘আমাকে কি লোকে চেনে না যে এই ভাবে আত্মপ্রচার করব? সাংবাদিক সম্মেলন, ভিডিয়ো সম্মেলন করছি। তাতেই জনসংযোগ এবং কর্মীদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যাঁরা সামনের সারির করোনা যোদ্ধা, তাঁদের উৎসাহ দেওয়া ভাল কাজ বলেই মনে করি। যাঁরা এটা করতে পারছেন না, তাঁরাই এ সব বলছেন।’’