dilip ghosh

শুভেন্দুর উত্তর শোনার অপেক্ষায়, দিঘায় খেজুর রসে চুমুক দিয়ে মন্তব্য দিলীপের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ১৬:৩৫
Share:

দিঘায় দিলীপ ঘোষ। — নিজস্ব চিত্র

শুভেন্দু অধিকারীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনার শেষ নেই। শুভেন্দু কী বলেন সেই দিকে তাকিয়ে রাজ্য বিজেপিও। রবিবার সেটাই স্পষ্ট করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিঘায় এসে দিলীপ বলেন, ‘‘সবার জন্য বিজেপির দরজা খোলা আছে। যাঁরা মনস্থির করে নিয়েছেন তাঁরা চলে এসেছেন। আর যাঁরা মনস্থির করতে পারেননি তাঁরা সময় নিচ্ছেন। শুভেন্দুবাবু কী চাইছেন তা জানার অপেক্ষায় রয়েছি।’’

Advertisement

মন্ত্রিত্ব ছাড়লেও তৃণমূল ছাড়ার কথা একটি বারের জন্যও বলেননি শুভেন্দু। নন্দীগ্রামের বিধায়ক একের পরে অরাজনৈতিক সমাবেশ করলেও কখনও তৃণমূল সম্পর্কে ভাল-মন্দ কোনও কথাই বলেননি। যদিও তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনার শেষ নেই। এ সবের মধ্যেই শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আসেন দিলীপ। আর সেই সফরেও উঠল শুভেন্দু প্রসঙ্গ।

পূর্ব ঘোষণা মতো রবিবার সকালে দিঘার সৈকতে একটি চা চক্রে যোগ দিতে আসেন দিলীপ। কিন্তু তার আগে তাঁকে খেজুরের রসে চুমুক দিতে দেখা যায়। খেজুর রস খেয়ে এক দফা প্রাতর্ভ্রমণ সেরে ফের চেয়ে নেন রস। ফের হাঁটতে থাকেন ওল্ড দিঘা থেকে মোহনার দিকে। পরে যোগ দেন ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে। সেখানেই শুভেন্দু প্রসঙ্গে প্রশ্ন উঠলে দিলীপ বলেন, ‘‘শুভেন্দুবাবু নিজেই বলতে পারবেন এই বিষয়ে। আমার পক্ষে কিছু বলা মুশকিল। জানি, আপনাদের সবারই খুব জানতে ইচ্ছে করছে কিন্তু আপাতত অপেক্ষা করতে হবে উনি কী করেন তা দেখার জন্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement