Dilip Ghosh

হামলার জায়গায় সভা দিলীপের

এ দিন সকালে নিউ টাউনের সেই কোচপুকুর বাজারে তিনি মঞ্চে বক্তৃতা করেন। পরে দিলীপবাবু বলেন, ‘‘আজকেরটা ঠিক চায়ের আড্ডা হয়নি। সভা হয়েছে। আজ বেশির ভাগ দোকান বন্ধ ছিল।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২০ ০৬:০৭
Share:

ফাইল চিত্র।

গত বুধবার নিউ টাউনের যে বাজারে চায়ের আড্ডায় যোগ দিতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন, শনিবার সেখানেই নির্বিঘ্নে সভা সেরে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবারই দিলীপবাবু চ্যালেঞ্জ করেছিলেন, ‘‘আমি ওখানে আবার যাব, চা-ও খাব, লোকের সঙ্গে গল্পও করব।’’ এ দিন সকালে নিউ টাউনের সেই কোচপুকুর বাজারে তিনি মঞ্চে বক্তৃতা করেন। পরে দিলীপবাবু বলেন, ‘‘আজকেরটা ঠিক চায়ের আড্ডা হয়নি। সভা হয়েছে। আজ বেশির ভাগ দোকান বন্ধ ছিল।’’

Advertisement

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দিলীপবাবু রাজ্যের আগামী বিধানসভা ভোটের প্রতি ইঙ্গিত করে লিখেছিলেন, ‘‘বদলও হবে, বদলাও হবে।’’ তা নিয়ে বিতর্কও হয়। এ দিন দিলীপবাবু রাজ্যে সংখ্যালঘুদের শিক্ষার অবস্থা প্রসঙ্গে ফেসবুকে লিখেছেন, ‘‘বদলও হবে, হালও ফিরবে।’’ তা হলে কি তিনি বদলার স্নোগান থেকে সরে এলেন? দিলীপবাবুর জবাব, ‘‘বদলা তো হয়ে গেল! যেখানে হামলা হয়েছিল, সেখানেই তো সভা করে এলাম! সব সময় এক স্লোগানে আটকে থাকা যায় না। সবই করতে হবে। আমরা রাজ্যে ক্ষমতায় এলে হাল তো ফেরাবই!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement