Dilip Ghosh

Dilip Ghosh: চিঠি পেলেই জবাব দেব! সংবাদমাধ্যমে খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

দিলীপকে চুপ থাকতে বলে চিঠি দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই চিঠি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লেও দিলীপ এখনও তা হাতে পাননি বলে জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৬:৫৬
Share:

ফাইল ছবি

সংবাদমাধ্যমের সামনে তাঁকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেই চিঠি এখনও হাতে পাননি বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ওই চিঠি হাতে পেলেই জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশে একটি চিঠি পাঠিয়েছেন অরুণ সিংহ। তিনি জাতীয় সাধারণ সম্পাদক। সেই চিঠিতে দিলীপ ঘোষকে বলা হয়েছে, ‘আগে অনেক বারই আপনাকে সতর্ক করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না।’ দিলীপের উদ্দেশে লেখা দলীয় এই নির্দেশের চিঠি যদিও মেদিনীপুরের সাংসদ হাতে পাননি বলে দাবি করেছেন।

দলীয় নির্দেশের ওই চিঠি সংবাদমাধ্যম তো বটেই নেটমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে দিলীপের সঙ্গে যোগাযোগ করা হয়। সংবাদমাধ্যমে দিলীপের জবাব, ‘‘চিঠি পাইনি। পেলে জবাব দেব।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement